প্রকাশিত: Tue, Jun 13, 2023 11:07 PM
আপডেট: Tue, Jul 1, 2025 3:07 PM

ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি : স্বাস্থ্যমন্ত্রী

জেরিন আহমেদ: মঙ্গলবার সচিবালয়ে স্বাস্থমন্ত্রী ডা. জাহিদ মালেক জানান,আক্রান্তদের মধ্যে ঢাকার বাইরে ৮২৮ জন। ঢাকা সিটি করপোরেশনে ২ হাজার ৫৬২ জন রোগী রয়েছে। আক্রান্তের দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগ। সেখানে প্রায় ৪০০ জন রোগী পাওয়া গেছে। ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ২৬ জন রোগী মারা গেছেন। এরা ডেঙ্গু শক সিনড্রোম ও ডেঙ্গু বাহিত হেমারেজে মারা গেছেন।  সূত্র: ডিবিসি টিভি

তিনি আরও বলেন, ডেঙ্গুর প্রকোপ এখনো কমেনি। আমরা আশা করি এ বিষয়ে জোরদার ভূমিকা রাখবেন স্প্রের বিষয়ে। আমাদের জনগণও বাড়ি ঘর স্প্রে করবেন আশা করি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় আমরা একটি ফিল্ড হাসপাতাল করেছিলাম। সেটা আমরা এখন ফিরিয়ে দিতে চায় উত্তর সিটি করপোরেশনকে। এ বিষয়ে সিদ্ধান্ত হয়ে গেছে। সূত্র: জাগো নিউজ

রোগীর সংখ্যা বাড়লে মৃতের সংখ্যা বাড়ে, আর রোগীদের মধ্যে জটিল রোগীর সংখ্যাও বাড়ে। যার ডেন-৩ সংক্রমণ হয়েছে, সে যদি আবার ডেন-৪ সংক্রমণে আক্রান্ত হয় তাহলে অবশ্যই তার অবস্থা গুরুতর হবে। এরকম অবস্থায় এসে যদি রোগীরা বাসায় ট্রিটমেন্ট নেয়, চিকিৎসা নিতে গড়িমসি করে, ওষুধের দোকান থেকে নিজের মত করে ওষুধ কিনে এনে খায়, তখনই ক্ষতিটা হয়ে যায়। সূত্র: ঢাকা পোস্ট 

এ সময় তিনি আরো বলেন, প্রাথমিকভাবে ৫১টি সরকারি হাসপাতালে প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু হয়েছিল। এখন ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালসহ আরও ১৩২টি সরকারি হাসপাতালে এই স্বাস্থ্যসেবা শুরু করেছে সরকার। এর মাধ্যমে ১৮৩টি সরকারি হাসপাতালে বৈকালিক চিকিৎসা সেবা কার্যক্রম চালু হলো। বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈকালিক এই স্বাস্থ্যসেবায় অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সিনিয়র কনসালটেন্টরাও রোগী দেখবেন। এ জন্য সরকারের পক্ষ থেকে ফি নির্ধারণ করে দেওয়া হয়েছে। সূত্র: জাগো নিউজ

এ সময় করোনা ভ্যাকসিনের বিষয়ে জাহিদ মালেক বলেন, আমরা প্রথম ডোজ ১৫ কোটি ৭ লাখ মানুষকে দিয়েছি। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৪ কোটি মানুষ। এছাড়া প্রথম বুস্টার ডোজ ৬ কোটি ৭৫ লাখ মানুষ পেয়েছেন। আর দ্বিতীয় বুস্টার ডোজ পেয়েছেন ৩২ লাখ মানুষ। এ পর্যন্ত মোট ৩৬ কোটি ২১ লাখ ডোজ টিকা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। সূত্র: সময় টিভি সম্পাদনা: শামসুল হক বসুনিয়া